নবাগত জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে উত্তর ও দক্ষিণ জেলা জামায়াত নেতৃবৃন্দের একটি টিম সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।
দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে এই টিমে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা আমির আলাউদ্দীন সিকদার, দক্ষিণ জেলার নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার, দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, আনোয়ার সিদ্দিক চৌধুরী প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব, শান্তি–সমপ্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা অবিস্মরণীয়। ছাত্র–জনতার অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতন–উত্তর রাষ্ট্র পুনর্গঠনেও জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে।
এ সময় নেতৃবৃন্দ জেলার সার্বিক বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দে কথা গুরুত্ব সহকারে শুনেন। তিনি আশ্বস্ত করে বলেন, চট্টগ্রামের উন্নয়ন ও দায়িত্ব পালনে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। প্রেস বিজ্ঞপ্তি।