চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকটে স্মারকলিপি প্রদানানুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি এম. এ. হাশেম রাজু, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সাংবাদিক জাহেদুর করিম কচি, পরিবেশ কর্মী ও সংগঠক বিপ্লব পার্থ, পরিবেশবাদী খোরশেদ আলমদার, মো. গিয়াসউদ্দিন, মোহাম্মদ সুমন খান, খন্দকার জসিম উদ্দিন, সাংবাদিক কামরুল হুদা, মো. ইসমাইল, মানবাধিকার কর্মী নূর মোহাম্মদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।