করোনা মহামারির এই সময়ে আবারো অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এবার চট্টগ্রাম জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে দেশের শীর্ষ এই ব্যবসা প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের হাতে অনুদানের এই চেক তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক (ব্যবসা উন্নয়ন) মো. নিজাম উদ্দিন মাহমুদ হোসেন এবং জেষ্ঠ্য ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ মো. রেজাউল করিম।
জেলা প্রশাসক সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রশংসা করে বলেন, এই প্রতিষ্ঠানটি দেশে করোনা শুরু থেকে নানাভাবে সহায়তা নিয়ে হাসপাতালসহ নানা প্রতিষ্ঠান এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এর আগে গত ২ জুন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা প্রদান করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমীন। প্রেস বিজ্ঞপ্তি।