জেলা প্রশাসকের কাছে নিরাপত্তা চেয়ে জেদ্দা থেকে প্রবাসীর চিঠি

ভবন নির্মাণে চাঁদা দাবি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৭:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে জানমালের নিরাপত্তা চেয়ে পত্র দিয়েছেন এক সৌদি প্রবাসী। চাঁদার দাবিতে সন্ত্রাসীরা নগরীতে নির্মাণাধীন তার ভবন ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সৌদি আরবের জেদ্দা কনস্যুলেটের মাধ্যমে তিনি এই পত্র দেন। গত ২১ ডিসেম্বর নগরীর চান্দগাঁও থানাধীন শাহী আবাসিক বাদুরতলার বাসিন্দা মনির আহমদ চৌধুরীর ছেলে বর্তমানে জেদ্দায় বসবাসরত শহিদুল আলম এই নিরাপত্তা চান। গত ২৬ নভেম্বর শাহী আবাসিক এলাকায় স্থানীয় দুই বখাটের নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ তার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ সময় সন্ত্রাসীরা তার নির্মাণাধীন ভবনের মালামাল লুটের পাশাপাশি শ্রমিকদের মারধর করে। এ ঘটনায় ভবনের কেয়ারটেকার রেজাউল করিম চান্দগাঁও থানায় অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। কিছুদিন আগে সন্ত্রাসীরা ফের হামলা চালিয়ে ভবনের সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ করা হয় ওই পত্রে। ঘটনার পর জরুরি সেবায় ফোন করেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। এতে ওই প্রবাসীসহ দেশে থাকা তার পরিবার নিরাপত্তাহীনতায় মধ্যে রয়েছে জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ায় নিয়মিত পৌরকর পরিশোধের তাগিদ
পরবর্তী নিবন্ধ৮ বিধবা ও দুস্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ