জেলা প্রশাসককে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিল সাইফ পাওয়ারটেক

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ১০:১৭ পূর্বাহ্ণ

করোনা রোগীর চিকিৎসার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসকের হাতে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা তুলে দিয়েছে সাইফ পাওয়ারটেক। করোনার শুরু থেকে সাইফ পাওয়ারটেক করোনার রোগীর চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার জেলা প্রশাসকের হাতে চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা তুলে দিল প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে সাইফ পাওয়ারটেক লিঃ এর সিওও মেজর (অব.) হুমায়ুন কবির এবং প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার রেজাউল করিম জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের হাতে এই ন্যাজাল ক্যানুলাগুলো তুলে দেন। এসময় চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি মিয়া এবং রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্গাপূজায় রাউজান উদয়ন সংঘের ৬ দিনব্যাপী কর্মসূচি
পরবর্তী নিবন্ধধর্মীয় সংখ্যালঘুরা নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে