আসন্ন শারদীয় দুর্গোৎসব ও মহালয়া অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ। গতকাল বুধবার সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান। উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর ৩ অক্টোবর শারদীয় দুর্গাপূজা এবং ২১ সেপ্টেম্বর মহালয়া অনুষ্ঠিত হবে। সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম–সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, প্রাক্তন সভাপতি দিলীপ কুমার মজুমদার, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল কান্তি দত্ত, নিবাস দাশ সাগর, সুনীল ঘোষ, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, রিমন মুহুরী, অধ্যাপক শিপুল কুমার দে, চন্দন কুমার মজুমদার, অমিতাভ দাশ, অনিরূদ্ধ চৌধুরী জয়, রূপেশ শীল, কাঞ্চন আচার্য্য, সুভাষ সরকার, অ্যাড. তরুণ কিশোর দেব, অধ্যাপক দয়াল কান্তি রায়, লিংকন চক্রবর্তী, মোহন দে, অমলেন্দু কনক, মাস্টার মাধব চন্দ্র দাশ, রবি মজুমদার, মাস্টার রতন চৌধুরী, ধনঞ্জয় দেবনাথ, অরুন পালিত বাসু, মাস্টার অশোক কুমার নাথ, অ্যাডভোকেট পংকজ চৌধুরী, প্রকৌশলী কাজল শীল, অ্যাড. মিহির দে, রাজীব চক্রবর্ত্তী, নিখিল দে, সাগর মিত্র, রূপেন চৌধুরী, রাজীব ধর, ডা. রিটন দাশ, রাজীব নন্দী, বিষুরাম বসু, তাপস দে, প্রদীপ ধর, রাজীব শীল, উজ্জ্বল দত্ত, বাবলু শংকর নাথ, সুমন দাশগুপ্ত, বাবুল বাহাদুর শাস্ত্রী, অরজিত কুমার দে প্রমুখ। সভায় পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভায় শারদীয় দুর্গাপূজা তালিকা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।