জেলা পূজা উদযাপন পরিষদের গৌর পূর্ণিমা উৎসব

| শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

শ্রীচৈতন্যদেবের ৫৩৮ তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা বগত ৭ মার্চ নগরীর জেএমসেন হলে পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তপনানন্দ গিরি মহারাজ। মূখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নারায়ন কান্তি চৌধুরী, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুসাহিত্যিক ও গীতিকার ফারুক হাসানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসিএসইতে কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ