Home আজকের পত্রিকা নগর জেলা পূজা উদযাপন পরিষদের জন্মাষ্টমী উদযাপন

জেলা পূজা উদযাপন পরিষদের জন্মাষ্টমী উদযাপন

0
জেলা পূজা উদযাপন পরিষদের  জন্মাষ্টমী উদযাপন

জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মৈত্রী ভবনস্থ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে গত শুক্রবার অনুষ্ঠানমালার আয়োজন করে। এতে পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজ হতে ৫২৪৮ বছর পূর্বে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অবতাররূপে এই ধরিত্রীতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল অসামপ্রদায়িক বাংলাদেশ যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাঁদের নিজনিজ ধর্ম পালনের সুযোগ পাবে। কিন্তু একটা মহল দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে জাতির পিতার এই স্বপ্নকে নস্যাৎ করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসামপ্রদায়িক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ জেলা সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সভাপতি দুলাল মজুমদার, মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, প্রবর্তক সংঘ বাংলাদেশের সভাপতি ইন্দু নন্দন দত্ত, সাধারণ সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, প্রফেসর স্বপন কুমার চৌধুরী, প্রফেসর ড. রনজিৎ কুমার চৌধুরী, অধ্যাপক বনগোপাল চৌধুরী, সদস্য ডা. মনতোষ ধর, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, সুগ্রীব মজুমদার দোলন, নিউটন সরকার, অপু কুমার বৈদ্য, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, অধ্যক্ষ জনার্দ্দন কুমার বনিক, অধ্যাপক শিপুল কুমার দে, অ্যাডভোকেট রুবেল পাল, মাস্টার অজিত কুমার শীল, দিলীপ শীল, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্ত্তী মানিক, ডা. অপূর্ব ধর, রূপন মহাজন, জয়রাজ শীল, অধ্যাপক অপর্ণা বিশ্বাস, জয়া বল তপু, রিপন সিং প্রমুখ। শ্রীমদ্ভগবদগীতা পুস্পযজ্ঞের পৌরহিত্যে ছিলেন সীতাকুন্ড শংকর মঠ ও মিশনের জগদীশ্বরানন্দ মহারাজ ও প্রতানন্দ মহারাজ, সুচেতানন্দ মহারাজ ও রাজু ব্রহ্মচারী। প্রেস বিজ্ঞপ্তি।