অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগে টানা দ্বিতীয় তুলে নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ দল। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ৫ম রাউন্ডের খেলায় চট্টগ্রাম জেলা পুলিশ দল ১-০ গোলে চকবাজারের ঐতিহ্যবাহী রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। লিগের শুরুতেই টানা দুই ম্যাচ হেরে টানা বাকি দুই ম্যাচ জয়লাভ করেছিল রাইজিং স্টার। কিন্তু গতকাল নিজেদের ৫ম রাউন্ডের খেলায় আবারো হার মানলো রাইজিং ষ্টার। ৫ খেলা শেষে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে অফিস দল চট্টগ্রাম জেলা পুলিশ ৫ খেলা শেষে ৮ পয়েন্ট অর্জন করেছে। তারা দুটি খেলায় জয়, দুটিতে ড্র এবং একটি খেলায় পরাজিত হয়েছে। গতকাল খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। শুরু থেকেই পুলিশ দল গোছানো ফুটবল খেলতে থাকে। এ থেকে তারা সুযোগও পেয়েছিল। তবে গোল করতে ব্যর্থ হয়। রাইজিং ষ্টার মাঝে মাঝে আক্রমইে উঠলেও তা থেকে প্রত্যাশিত সুযোগ বের করতে পারেনি। ফলে প্রথমার্ধ থাকে নিষ্ফলা। কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পুলিশ দল চড়াও হয়ে খেলতে থাকে। খেলার ৫ম মিনিটেই গোল আদায় করে নিতে সক্ষম হয় তারা। এসময় বাম প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন হাফিজুর রহমান। তাকে বাধা দিতে রাইজিং ষ্টারের কোন ডিফেন্ডার খুব একটা উদ্যোগী ভূমিকা নেননি। ছোট বক্সের কাছাকাছি গিয়ে বলে শট নেন হাফিজুর। গোলকিপার এশফাকুর রহমানকে কোন সুযোগ না দিয়ে বল জালে আশ্রয় নেয়। এগিয়ে যায় চট্টগ্রাম জেলা পুলিশ দল(১-০)। তিন মিনিট বাদে আবারো আক্রমনে উঠে পুলিশ দল। এবারো দারুন একটা সুযোগ পান দলের লেফট আউট গোলদাতা হাফিজুর। তার দুর্দান্ত হেড ঠিক ক্রসবারে লেগে ফিরে আসলে একটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় জেলা পুলিশ দল। রাইজিং স্টার মাঝে মাঝে আক্রমনে উঠলেও পুলিশ দল গত ম্যাচের মতো পরিকল্পনা মাফিক খেলতে থাকে। রাইজিং ষ্টার আক্রমণ ভাগের ফিনিংশিং দুর্বলতা দলকে গোল পাওয়া থেকে বঞ্চিত করে। এ অর্ধের ২৬ মিনিটে রাইজিং স্টার ক্লাব গোলের সুযোগ পায়। রাইট আউট রাশেদুল ইসলাম থেকে বল পান দলের জাহাঙ্গীর হোসেন। বেশ ফাঁকায় ছিলেন তিনি। কিন্তু বলটি মেরে দেন উপর দিয়ে। বাকি সময় দু’দলের দেওয়া নেওয়ার খেলায় উল্লেখ্যযোগ্য আক্রমন রচিত হয়নি। ফলে এক গোলের জয়ে উল্লাস করতে করতে মাঠ ছাড়ে চট্টগ্রাম জেলা পুলিশ দল। গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় হাফিজুর রহমান। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল আলম (বাপ্পি)।
আজ প্রথম বিভাগ ফুটবল লিগে একটি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ২.৪৫ টায় অনুষ্ঠেয় এ খেলায় অংশ নেবে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।