জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের ঈদ পুনর্মিলনী

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞা, বিশেষ অতিথি চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশীদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বজলুর রশীদ মিন্টু। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তাগণ।প্রধান অতিথির বক্তব্যে ড. আজিজ আহমেদ ভূঁঞা বলেন, সুস্থ বিনোদন মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করে মননশীলতার বিকাশ ঘটে। বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সমাজে বিচরণের ক্ষেত্রে অনেকাংশে আত্মনিয়ন্ত্রিত থাকতে হয়। সরকারি আইন কর্মকর্তাদের এই উদ্যোগ আমাদের বিচারকদের জন্য আনন্দের এবং উৎসবের। সম্মিলিত প্রচেষ্টায় বিচারপ্রার্থী জনগোষ্ঠীকে ন্যায়বিচার উপহার দেওয়ার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ।

বিশেষ অতিথির বক্তব্য বেগম কামরুন নাহার রুমী বলেন, জনসংখ্যা অনুপাতে দেশে বিচারালয় এবং বিচারকের স্বল্পতা আছে। এরপরও বিজ্ঞ আইনজীবী ও সরকারি আইন কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় সুন্দরভাবে বিচারকার্য চলছে। সরকারি আইন কর্মকর্তারা দক্ষতার সঙ্গে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করছেন। আলোচনা সভা শেষে আইনজীবী সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগরম তেলের ঝলসানি ৩ রিভারসাইড হাসপাতাল
পরবর্তী নিবন্ধ‘রংতুলিতে পাহাড় ও শিল্প ভাবনা ’ বিষয়ে হিল আর্টিস্ট চিত্র প্রদর্শনী