জেলা পর্যায়ের ৫৪তম শীতকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু আজ

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রীড়া আসরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আজ বুধবার নাসিরবাবাদ সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জেলার অধিভুক্ত ১৫টি উপজেলা ও নগরীর ৬টি থানাসহ ২১টি দলের প্রায় শতাধিক প্রতিযোগী এতে অংশগ্রহণ করবে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আবদুল আজিজ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক ও নাসিরাবাদ সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক রোকসানা আক্তার সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিসিএস চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধভারতে বিশ্বকাপ খেলতে ভিসা পাননি চার মুসলিম ক্রিকেটার