জেলা পর্যায়ের ৫৪তম শীতকালীন ক্রীড়া আজ শুরু

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৪তম শীতকালীন ক্রীড়া আসর আজ ১১ জানুয়ারি,রোববার থেকে শুরু হচ্ছে। নাসিরাবাদ সরকারি বালক স্কুল মাঠে ক্রিকেট ও হকি, চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে ভলিবল, চট্টগ্রাম রাইফেল ক্লাব মিলনায়তনে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস এবং চট্টগ্রাম সেন্ট প্লাসিডস স্কুল মাঠে বাস্কেটবল অনুষ্ঠিত হবে।

জেলা প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া।

পূর্ববর্তী নিবন্ধশোভনীয়া ফুটবল একাডেমির সভা
পরবর্তী নিবন্ধরাউজানের নিরামিশ পাড়া ফুটবল একাদশের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট