“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে ধারণ করে “তারুণ্যের উৎসব” উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপঞ্জি অনুযায়ী আয়োজিত অনূর্র্ধ্ব–১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নােেমন্টের জেলা পর্যায়ে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বাঁশখালী উপজেলা এবং রানার্স আপ হয় সীতাকুন্ড উপজেলা। ফাইনালে বাঁশখালী উপজেলা টাইব্রকারে ৪–৩ গোলে সীতাকুন্ড উপজেলা দলকে পরাজিত করে। বালিকা চ্যাম্পিয়ন হয় পটিয়া উপজেলা এবং রানার্স আপ হয় রাউজান উপজেলা। ফাইনালে পটিয়া উপজেলা ৬–০ গোলে রাউজান উপজেলা দলকে পরাজিত করে। এর আগে গত ২৫ জানুয়ারি মহানগর পর্যায়ে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় পাঁচলাইশ থানা এবং রানার্স আপ হয় বন্দর থানা। অপর দিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন পাঁচলাইশ থানা এবং রানার্স আপ হয় বন্দর থানা। সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে চট্টগ্রাম জেলার সকল উপজেলা ও মহানগর হতে ৪২ টি টিম (বালক ও বালিক) অংশগ্রহণ করে। ১০ দিনব্যাপী টুর্নামেন্ট নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়।
গতকাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল জেলা প্রশাসক চট্টগ্রাম। কিন্তু তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে নেজারত ডেপুটি কালেক্টর আল আমিন হোসেন পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. গিয়াসউদ্দিন বাবর। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলামসহ চট্টগ্রাম ফুটবল অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মো. সাইসুল্ল্যা মুনির, মো. জহিরুল ইসলাম, চঞ্চাল বিশ্বাসসহ অনেকে। উক্ত টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।