দেশব্যাপী জুডো উন্নয়ন ও নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষে বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে আগামী ১২ অক্টোবর হতে ২৬ অক্টোবর পর্যন্ত ১৫ দিনব্যাপী অনাবাসিক জুডো প্রশিক্ষণ ক্যাম্প শুরু করা হবে।
প্রশিক্ষণে অংশগ্রহনেচ্ছুক অনূর্ধ্ব–১২–১৩ জুডো খেলোয়াড়দের (পুরুষ ও মহিলা) আগামী ১২ অক্টোবর দুপুর ১২টায় ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ও জন্মনিবন্ধন ফটোকপি সহ সিজেকেএস কার্যালয়ে জমা দেওয়ার জন্য সিজেকেএস জুডো কমিটির সম্পাদক সৈয়দ জিয়াউদ্দীন সোহেল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।