জেলা পর্যায়ে অনাবাসিক জুডো প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

দেশব্যাপী জুডো উন্নয়ন ও নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে গত ১২ অক্টোবর হতে ২৬ অক্টোবর পর্যন্ত ১৫ দিনব্যাপী চলমান অনাবাসিক জুডো প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান গত ২৬ অক্টোবর, সন্ধ্যা ৬.৩০ টায় সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সিজেকেএস যুগ্ম সম্পাদক ও জুডো কমিটির ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সিজেকেএস জুডো কমিটির সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন সোহেলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরু।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধশেখ রাসেল চ্যালেঞ্জ কাপের দুটি সেমিফাইনাল ৩০ অক্টোবর