বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গতকাল রোববার চট্টগ্রাম জেলা পরিষদ ভবন পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম তাঁকে স্বাগত জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, অ্যাড. নাজমুল আহসান খান,নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, ইঞ্জিনিয়ার তফজ্জল আহমদ, স্থপতি আশিক ইমরান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মো. এমরান, ফারহানা আফরিন জিনিয়া, এইচ এম আলী আবরাহা, মোস্তফা রাহিলা চৌধুরী, জোবায়দা সরোয়ার নিপা, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। প্রেস বিজ্ঞপ্তি।