চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে সীতাকুন্ড ও মিরসরাই (আংশিক) এলাকায় বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় ১৮টি প্রতিষ্ঠানে ৩৭লক্ষ টাকা অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। গতকাল বুধবার উপজেলা মিলনায়তনে জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, পৌর কাউন্সিল জসিম উদ্দিন জসিম, কামরুন নাহার কাকলী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি আ ম ম দিলসাদ বলেন, জেলা পরিষদের আওতায় এ এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে।
ইতিমধ্যে আজ ১৮টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকার অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। গত ৫ বছরে ৭কোটি টাকার ৫টি শহীদ মিনার, ৩টি স্মৃতিস্তম্ভসহ বেশ কিছু অবকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।












