চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে সীতাকুণ্ড উপজেলায় তিন গ্রামীণ সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার দুটি ইউনিয়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে তিনটি সড়কের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ। সদ্য সমাপ্ত সড়কগুলো হলো সৈয়দপুর ইউনিয়নের সেকান্দর মিস্ত্রি বাড়ি সড়ক, অপর্নাচরন রায় বাহাদুর সড়ক, বাড়বকুণ্ডের জহুরুল হক সড়ক। সড়ক উদ্বোধনকালে আ ম ম দিলসাদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গ্রাম হবে শহর, এই স্লোগান বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ জন প্রতিনিধিরা কাজ করছেন।
তিনি বলেন, আগামী মাসের মধ্যে তাঁর নির্বাচনী এলাকায় আরো ৬৫ লক্ষ টাকার একগুচ্ছ উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে।
এসময় ইউপি চেয়ারম্যান এ এইচ তাজুল ইসলাম নিজামী, সাদাকাত উল্লাহ মিয়াজী, ইউপি মেম্বার জামশেদ আলম, জসীম উদ্দীন, জহির উদ্দীন, খায়রুল বশর , খায়েরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।