গত ১৫ থেকে ১৮ মার্চ নগরীর নেভী এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ৪ দিনব্যাপি প্রশক্ষণ কোর্স সম্পন্ন হয়। উক্ত মহা তাবু জলসায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিশনার কমোডর এম সাইফ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কমান্ডার আরাফাত ইসলাম, ইন্সট্রাক্টর কমান্ডার জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন ইন্সট্রাক্টর সাব-লেফটেন্যান্ট রিদোয়ান আশরাফ। স্কাউটস ব্যক্তিত্ব ছিলেন জাতীয় উপ কমিশনার (প্রোগাম) মশিউর রহমান। ৩য় রোভার মেট কোর্স লিডারের দায়িত্ব পালন করেন মো. রেজাউল করিম। ২য় উপদল নেতা প্রশিক্ষণ কোর্স লিডার ছিলেন জয়দেব দাশ। ষষ্ঠ নেতা কোর্সে লিডারের দায়িত্ব পালন করেন হাসিনা সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।











