জেলা দল গঠনে সিনিয়র ফুটবলারদের জ্ঞাতার্থে

| শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহনের জন্য চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠন করা হবে। এ লক্ষ্যে নিম্নলিখিত খেলোয়াড়দের আগামীকাল ১০ আগস্ট রোববার বিকেল ৪ টায় চট্টগ্রাম জেলা ষ্টেডিয়ামে খেলার সরঞ্জাম সহ উপস্থিত হওয়ার জন্য চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ হতে বলা হয়েছে। গোলরক্ষকসাদ্দাম, হিরু, সালাউদ্দিন, শহীদুল, জাকারিয়া, রক্ষনভাগ: আলাউদ্দিন, মিঠু, আকতার, রনি, শিপলু, প্রকাশ, খোরশেদ, হাসান, জুয়েল, সাজ্জাদ, ফকরুল, রাকিব মধ্যমাঠদিদার, তানভীর, শাহীন, আশিক জিপলু, রিয়াদ, সায়মন, ফাহিম, মাহির, শান্ত, আক্রমণভাগসায়মন, আনন্দ, সাকিব, সুমন, পাভেল, বেলাল,রাশেদ, রোমান, জুনায়েদ, তুষার, রিপন, দিপু, নিশাত, হাবিব, নকি, হাফিজ, বোরহান, নয়ন। উল্লেখ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫২৬ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২৫২৬ এ নিবন্ধিত বা নিবন্ধনেচ্ছুক খেলোয়াড়গণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধওসাকাকে হারিয়ে কানাডিয়ান ওপেন জিতলেন স্বাগতিক টিনএজার এমবোকো
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ৩য় রাউন্ড শেষে ১২জন শীর্ষে