বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব–২০২৫ জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) প্রতিযোগিতা আগামী ২৬ জুলাই হতে ঢাকায় অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল অংশ নেবে। চট্টগ্রাম জেলা কাবাডি দল গঠনকল্পে পুরুষ ও নারী কাবাডি খেলোয়াড়দের স্থগিতকৃত বাছাই কার্যক্রম আগামীকাল ১৪ জুলাই, বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাছাই কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধনের ফটোকপি এবং ব্যক্তিগত পোশাক ও সরঞ্জামসহ উপস্থিত থাকতে হবে। অংশগ্রহণে আগ্রহী কাবাডি খেলোয়াড়দেরকে উল্লেখিত তারিখ সিজেকেএস কাবাডি কমিটির সম্পাদক মো. ইশতিহাদ হোসেন শিপন মোবাইল নং ০১৯০১–০২৯৪০০, ০১৭৯৩–৭৭৯৩৭০ এর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।