জেলা দল গঠনকল্পে পুরুষ ও নারী কাবাডি খেলোয়াড়দের জ্ঞাতার্থে

| রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব২০২৫ জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) প্রতিযোগিতা আগামী ২৬ জুলাই হতে ঢাকায় অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল অংশ নেবে। চট্টগ্রাম জেলা কাবাডি দল গঠনকল্পে পুরুষ ও নারী কাবাডি খেলোয়াড়দের স্থগিতকৃত বাছাই কার্যক্রম আগামীকাল ১৪ জুলাই, বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাছাই কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধনের ফটোকপি এবং ব্যক্তিগত পোশাক ও সরঞ্জামসহ উপস্থিত থাকতে হবে। অংশগ্রহণে আগ্রহী কাবাডি খেলোয়াড়দেরকে উল্লেখিত তারিখ সিজেকেএস কাবাডি কমিটির সম্পাদক মো. ইশতিহাদ হোসেন শিপন মোবাইল নং ০১৯০১০২৯৪০০, ০১৭৯৩৭৭৯৩৭০ এর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধ সীতাকুণ্ড গঠনে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি
পরবর্তী নিবন্ধদক্ষিণ এশীয় কারাতে আসরে চট্টগ্রামের তীর্থের কৃতিত্ব