চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় আগামী ১৭ অক্টোবর হতে শেখ কামাল চট্টগ্রাম বিভাগীয় আন্তঃ জেলা হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দল গঠনকল্পে নিম্নোক্ত খেলোয়াড়দেরকে খেলার প্রশিক্ষণ সামগ্রীসহ আগামীকাল ৮ অক্টোবর সকাল ৭টায় এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদের নিকট রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
খেলোয়াড়দের হলেন : মো. শরিফুল ইসলাম, মো. তানজিল, কাউসার হোসেন আকাশ, হিমু রায়, মো. জনি, আফজাল হোসেন মারুফ, সিফাতুল ইসলাম, জারিফ জাওয়াদ মাহাদী, মো. আলমগীর ইসলাম, মো. হাসান, সুনীল ত্রিপুরা, আহসান হাবিব হিমেল, মুনতাসীর কবির জিহাদ, আরাফাত হোসেইন, কাজী সজীব, আমজাদ খান, মো. রাসেল, জ্যাকি দে, মো. এহসানুল হাবিব সোহান, রাকিব আবসার অনিক, ইশরাক তালুকদার, আবদুল্লাহ আল নিহান, আবরার সামির, মো. জাবেদ।