চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এবং তার পরিবারের সকল সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি আক্রান্ত হয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাইন উদ্দিন, ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরোয়ার আলম ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন বাবুলসহ আরও অনেকে। যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) মোহাম্মদ খায়রুল আমীনের আদালতের বেঞ্চ সহকারী মো. সাইফুদ্দিন পারভেজ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জেলা জজসহ কয়েকজন বিচারক করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় আদালতের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমানে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ঘরে-বাইরে নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত স্বাস্থ্যবিধি প্রতিপালন ও অনুসরণ করার জন্য পরামর্শ প্রদান করা হলো।
বেঞ্চ সহকারী মো. সাইফুদ্দিন ফারভেজ আজাদীকে বলেন, করোনা সংক্রমণ রোধে আদালতের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য পরামর্শ দেয়া হয়েছে।