তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপুঞ্জি আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত স্কুল ছাত্রদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসুচী বালক (অনূর্ধ্ব–১৪) গতকাল রোববার শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম জেলা সুইমিংপুলে জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম, আবদুল বারী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম গিয়াস উদ্দিন বাবর। মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কুলের ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন। নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, কাস্টমস ল্যাবরেটরি স্কুল, সনোয়ারা ইসলাম বয়েজ হাই স্কুল, টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, সার মরিচ ব্রাউন ইন্টা: স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলকি সহজ পাঠ স্কুল, ইস্পাহানি পাবলিক স্কুল সহ ১০ স্কুলের ৩০ জন ছাত্র মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ কর্মসুচীতে অংশগ্রহন করছে। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মহসিন ও মো. দ্বীনুল ইসলাম।