তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া অফিস চট্টগ্রামের আয়োজনে সম্পন্ন হয়েছে প্রীতি ফুটবল টুর্নামেন্ট। গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এস এম গিয়াস উদ্দিন বাবর। মোট চারটি দল পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ১ম ম্যাচে পদ্মা দল ২–১ গোলে মেঘনা দলকে এবং ২য় ম্যাচে যমুনা দল ১–০ কর্ণফুলী দলকে পরাজিত করে ফাইনালে উঠে। ফাইনালে পদ্মা ডাইনেমিক দল টাইব্রেকারে যমুনা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে শেষ হলে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়।











