জেলা ক্রীড়া অফিসের স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতার বালক বিভাগে ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল ও বালিকা বিভাগে পটিয়া এস আলম স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ জিমনেসিয়ামে জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এস এম গিয়াসউদ্দিন বাবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস সাবেক কাউন্সিলর লুৎফর করিম সোহেল, শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এর প্রভাষক খায়রুল ইসলাম, সাইফুল্যা মুনির, চঞ্চল বিশ্বাস ও অংশগ্রহণকারী স্কুলের শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল ২০ সেটে বেপজা পাবলিক স্কুলকে এবং বালিকা বিভাগের ফাইনালে পটিয়া এস আলম স্কুল এন্ড কলেজ ২১ সেটে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মোট ৯টি স্কুল দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্কুলগুলো হল বেপজা পাবলিক স্কুল, পটিয়া এস আলম স্কুল এন্ড কলেজ, বাণী গ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়, লিডার্স স্কুল এন্ড কলেজ, ইস্পাহানি স্কুল এন্ড কলেজ, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, কাস্টমস একাডেমি ল্যাবরেটরী স্কুল ও ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল।

পূর্ববর্তী নিবন্ধরসিংটনের বিকল্প নতুন ক্রিকেটার আনছে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধআজ ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি