জেলা ক্রীড়া অফিসের স্কুল ভলিবলে কাস্টমস ল্যাবরেটরী চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত স্কুল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কাস্টমস ল্যাবরেটরী স্কুল, চট্টগ্রাম। মোট ৬টি স্কুল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে কাস্টমস ল্যাবরেটরী স্কুল সরাসরি ২০ সেটে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার ১ম পর্বে কাস্টমস ল্যাবরেটরি স্কুল ২০ সেটে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজকে ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ২০ সেটে তৌহিদুল আনোয়ার হাই স্কুলকে পরাজিত করে। পরবর্তীতে সেমিফাইনালে কাস্টমস ল্যাবরেটরী স্কুল ২০ সেটে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজকে এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ২০ সেটে হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উঠে।

গতকাল সোমবার সকালে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৫২৬ এর আওতায় অনুষ্ঠিত ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম গিয়াসউদ্দিন বাবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল্লা মুনির, এসময় উপস্থিত ছিলেন সরকারি শারীরিক কলেজ প্রভাষকবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুপুরে ফাইনাল খেলা শেষে সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম গিয়াসউদ্দিন বাবর ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধউরকিরচরে সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী