চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ২০২২-২৩ অর্থবছরের ফুটবল প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগরের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, বিএমএ স্কুল এন্ড কলেজের অনূর্ধ্ব ১৭ বছরের খেলোয়াড়েরা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ৩-০ গোলে বিএমএ স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সহ সভাপতি ও রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।