জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী

| মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে (অনূর্ধ্ব১৫) এর মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে ও শারীরিক শিক্ষা কলেজ প্রভাষক সাইফুল্লাহ মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) সভাপতি শহিদুল ইসলাম, চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) এস.এম. গিয়াস উদ্দিন বাবর, সিডিএফএ যুগ্ম সাধারণ সম্পাদক, সালাউদ্দিন জাহেদ, নিয়ামত উল্ল্যাহ তৌহিদ, প্রশিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী ও মাহাফুজুল আলম খোকন, শারীরিক শিক্ষা কলেজের প্রভাষকবৃন্দ চঞ্চল বিশ্বাস, জহিরুল ইসলাম ও জিকু কুমার নাথ। প্রাথমিক পর্যায় থেকে বাছাইকৃত ৩০জন ফুটবলার এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অংশগ্রহণকারী ৩০ ফুটবলারের হাতে সনদ তুলে দেন। বাছাইকৃতদের মধ্যে হতে প্রতিভাবান পাঁচ জন খেলোয়াড় আজ ১৩ মে বিভাগীয় ট্রায়াল অংশ গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধএসএস ও সানরাইজ একাডেমির জয়
পরবর্তী নিবন্ধকোহলির বিদায়ে স্ত্রী আনুশকার আবেগঘন বার্তা