চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সেপাক টাকরো প্রশিক্ষণ গতকাল ৮ অক্টোবর রবিবার বিকাল ৩.৩০ টায় এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের সনদ পত্র প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস নির্বাহী সদস্য হারুন অর রশিদ (কাজল) এর সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, মোহাম্মদ শাহজাহান, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, আক্তারুজ্জামান, লুৎফুল করিম সোহেল, এস এম ইকবাল মোর্শেদ, সাইফুল আলম বাপ্পি, আব্দুর রশীদ লোকমান, কাজী জসিম উদ্দীন, রায়হান উদ্দীন রুবেল, সৈয়দ নূর নবী লিটন, আবু জাহেদ, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী, প্রশিক্ষক মো. রুবেল প্রমুখ।