চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে অনূর্ধ্ব–১৪ ফুটবলারদের স্ট্রাইকার হান্ট কর্মসূচি গতকাল ৩ মার্চ চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ট্রায়ালে বিভিন্ন বিদ্যালয়, একাডেমি এবং উপজেলার ৬৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য হতে ৩ ধাপে ট্রায়ালের মাধ্যমে চূড়ান্তভাবে ১২ জনকে বাছাই করা হয়। বাছাইকৃত খেলোয়াড়রা হলেন মহিবুল হাসান আকিব, হাসমিত হারুন নাদিম, মো. শিহাবুল ইসলাম, মো. হাসান, আতিকুর রহমান, মো. কামরুল হাসান, সাইমন ইসলাম, রোহিত চাকমা, সোবায়েত হোসেন তাফসীর, মামুনুর রশিদ রাফি, জাহেদুল ইসলাম জিসান, ইসফাত। বাছাইকৃত খেলোয়াড়দের মধ্য হতে পরবর্তীতে এক সপ্তাহের আবাসিক ক্যাম্পের মাধ্যমে সেরা ৮ জনকে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ (কাজল) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর ও সিডিএফএ নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দীন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা নেয়ামত উল্লাহ্ তৌহিদ, ফুটবল কোচ মো. মুছা, ক্রীড়া সংগঠক মো. সোহেল। ট্রায়াল পরিচালনা করেন ফুটবল কোচ নীহার রঞ্জন দাশ, মো. ফরিদ, শাহজাহান মো. সামী ও মো. ফরিদ।