‘সুস্থ দেহ সুন্দর মন’ এই শ্লোগানকে সামনে রেখে ২০২৪–২৫ আর্থিক সালের আওতায় খেলাধূলার সার্বিক প্রসারের নিমিত্তে ক্রীড়া পরিদপ্তরাধীন জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামের ব্যবস্থাপনায় চট্টগ্রাম মহানগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত রোববার। জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামের উক্ত আয়োজনে নগরীর ২টি প্রতিষ্ঠান প্রয়াস ও প্রেরণা স্কুলের মোট ৪০ বালক ও বালিকা অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতা শিশুদের সক্ষমতা অনুযায়ী দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন ফোটানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, একক ও যৌথ গান পরিবেশনা, একক ও দলীয় নৃত্য, কবিতা আবৃতি ইত্যাদি। উক্ত প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীসহ অংশগ্রহণকারী সকল শিশুদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম মো. আতিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম আবদুল বারী। তিনি স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা ক্রীড়া অফিসার আ.ফ.ম শাহাব উদ্দিন এবং চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস, এম গিয়াস উদ্দিন বাবর। এছাড়া উপস্থিত ছিলেন ২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে প্রথমে জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের প্রভাষক চঞ্চল বিশ্বাস ও জহিরুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।