যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপুঞ্জি মোতাবেক চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বালক, বালিকা (অনূর্ধ্ব–১৫) এ্যাথলেটিঙ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরই লক্ষে আগ্রহী খেলোয়াড়দের ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, পিএসসি/জেএসসির মূল প্রবেশপত্র ও ছবিযুক্ত রেজিস্ট্রেশন কার্ডসহ জন্ম নিবন্ধন, জে এস সি ও পি এস সি পাশের ছবি সম্বলিত রেজিঃ কার্ডের মুল কপি সঙ্গে আনতে হবে। অটো পাশের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান থেকে ছবিসহ প্রত্যয়ন লাগবে। আগামী ৫ মে–২০২৫ তারিখ সকাল ৯টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের মাঠে উপস্থিত হয়ে উন্মুক্ত বাছাইয়ে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। উল্লেখ্য ৫ মে ২০২৫ তারিখ খেলোয়াড়দের বয়স অবশ্যই (অনূর্ধ্ব–১৪) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে খেলোয়াড়দের অনলাইন জন্মনিবন্ধন কার্ড সঙ্গে আনতে হবে। ১০০ মিটার,২০০মিটার, ৪০০মিটার, ৪দ্ধ১০০ ও ৪দ্ধ৪০০ মিটার রিলে দৌড়,উচ্চ লাফ,দীর্ঘ লাফ,গোলক নিক্ষেপ, ইভেন্ট সমূহ থেকে উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে চট্টগ্রাম জেলা ও মহানগর থেকে ৩০ (ত্রিশ) জন প্রতিভাবান খেলোয়াড় উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রশিক্ষণ বিষয়ে প্রয়োজনে সাবেক জাতীয় এ্যাথলেট সাংবাদিক এম. সরওয়ারুল আলম সোহেল, ০১৭৪১৬৫৩১০১ মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।