জেলা কমান্ডার সাহাব উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের প্রয়াত কমান্ডার মো. সাহাব উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে সকাল ৯টায় মীরসরাইস্থ মলিয়াইশ গ্রামে প্রয়াত কমান্ডার মো. সাহাব উদ্দিনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ ও আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান সমূহে সকল মুক্তিযোদ্ধাদের যথাসময় উপস্থিত থেকে প্রয়াত কমান্ডার মো. সাহাব উদ্দিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য জেলা ভারপ্রাপ্ত কমান্ডার এ.কে.এম সরওয়ার কামাল সবাইকে উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের দুর্দিনের কাণ্ডারী ছিলেন শফিউল আলম
পরবর্তী নিবন্ধঢাকাস্থ আনোয়ারা-কর্ণফুলী সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত