জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের তাগিদ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:১১ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক পত্রে স্থানীয় ক্রীড়া সংস্থাসমূহের নির্বাচন আয়োজনের তাগিদ দেয়া দেয়া হয়েছে। গত ১ জানুয়ারি দেয়া এক প্রক্ষাপণ পত্রে জানানো হয়েছে ক্রীড়া ফেডারেশন/ অ্যাসোসিয়েশনসমূহের জাতীয় কমিটির নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বিভাগীয় ও জেলা পর্যায় থেকে কাউন্সিলর/প্রতিনিধি নির্বাচন অপরিহার্য। এ পরিপ্রেক্ষিতে জাতীয় কমিটির নির্বাচনের পূর্বে স্থানীয় ক্রীড়া সংস্থাসমূহের নির্বাচন সম্পন্ন করা প্রয়োজন। গত ৫ আগষ্ট’২৪ পরবর্তী পরিস্থিতিতে ইতোমধ্যে পূর্ববর্তী কমিটিগুলো বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির প্রধান দায়িত্ব নির্ধারিত সময়ে গঠনতন্ত্র মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কমিটি গঠন করা। ইতিমধ্যে বছরেরও অধিক সময় পার হয়েছে। এ অবস্থায়, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাসমূহের নির্বাচনের পূর্বে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার এফিলিয়েটেড/নতুন করে এফিলিয়েটেড হতে চাওয়া ক্লাবগুলোর তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। এরপর স্থানীয় ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি সেই স্বাক্ষরিতপত্রে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিজয় কাপ হকির ফাইনালে তমাল চৌধুরী স্মৃতি সংঘ
পরবর্তী নিবন্ধজিয়া ভেটার্ন ফুটবলে কুমিল্লা এস কে স্পোর্টিং ও রেজা এফসি’র জয়