চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত চট্টগ্রাম জেলা ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশীপে অন্বয় দাশ ৭ খেলায় ৬.৫ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমান খেলায় ৬ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং এগিয়ে থাকায় শুভ্রজিৎ মজুমদার প্রথম রানার্স আপ ও তুষিণ তালুকদার দ্বিতীয় রানার্স আপ হয়েছে। ৫.৫ পয়েন্ট পেয়ে আফিফ ঈষিন চতুর্থ, নাজমুল হায়াত পঞ্চম, ফায়াজ চৌধুরী ষষ্ঠ ও আহনাফ সোলাইমান সপ্তম, ৫ পয়েন্ট পেয়ে তাসফিয়া তাহাসিন প্রিমা অস্টম, সানজিদ হোসেন নবম এবং তাওহিদা বেগম দশম স্থান লাভ করে। বয়স ক্যাটাগরি বালিকা বিভাগে অনূর্ধ্ব–৮ ওমরা আবাবিল, অনূর্ধ্ব–১০ মাসরিফা আহমেদ রাহা, অনূর্ধ্ব–১২ প্রজ্ঞা রায় চৌধুরী, অনূর্ধ্ব–১৪ তাওহিদা বেগম, অনূর্ধ্ব–১৬ উম্মিয়া বিনতে ইউসুফ লাবাবা ও অনূর্ধ্ব–১৮ তাসফিয়া তাহাসিন প্রিমা পুরস্কার লাভ করে। বয়স ক্যাটাগরি বালক বিভাগে অনূর্ধ্ব–৮ নাজিফ নিয়াজ, অনূর্ধ্ব–১০ অনিন্দ রিক, অনূর্ধ্ব –১২ শফিউল মুছনাবিল, অনূর্ধ্ব–১৪ অন্বয় দাশ, অনূর্ধ্ব–১৬ সুভ্রজিৎ মজুমদার ও অনূর্ধ্ব–১৮ তুষিন তালুকদার পুরুস্কার লাভ করে। আজ মঙ্গলবার বিকাল ৫ টায় এম এ আজিজ স্টেয়িামের কনভেনশন হল এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় মোট ১০৮ জন দাবাড়ু অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরির বিভাগের খেলোয়াড়রা জাতীয় ইয়ুথ দাবায় চট্টগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবে।











