চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৯ জন সদস্যের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা ও দায়রা জজের এজলাসে উক্ত ১৯ সদস্যের স্মরণে ও তাদের স্মতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ফুলকোর্ট রেভারেন্স ও শোক সভা অনুষ্ঠিত হয়। ১৯ সদস্য হলেন– রফিক আহমেদ, সৈয়দুল হক, শম্ভু নাথ নন্দী, মির্জা কছির উদ্দিন আহমদ, এইচ.এস.এম. কামরুল ইসলাম চৌধুরী, স্বপন কান্তি শীল, অপূর্ব লাল দে, মো. আজিজুল হক, মো. মুজিবুল হক, দিপক কুমার শীল, মো. গুলজার হোসেন, মো. মঈনউদ্দিন চৌধুরী, মো. জাকির হোসেন, মোহাম্মদ আবদুল সফুর, সুভাষ নাথ, মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ জহির আহমেদ, মো. তোফাজ্জল হোসেন ও মোহাম্মদ হাসানুল ইসলাম চৌধুরী। রেভারেন্সে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। সভার শুরুতে সদস্যদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন সমিতির সভাপতি আবদুস সাত্তার এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। সভায় চট্টগ্রামের সকল বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। সভায় সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয় এবং রেভারেন্স শেষে চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে দুপুর ১টায় সমিতির ৩নং মিলনায়তনে সমিতির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের কর্মময় জীবন সমপর্কে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। আরো বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ হাছান, সাইফুদ্দিন মাহমুদ, ভবতোষ নাথ, রফিক আহমেদ, আক্তারুননেসা প্রমুখ। উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ সিরাজ, আলমগীর মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ আনোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, আশরাফি বিনতে মোতালেব, মো. মনজুর হোসেন, আবদুল জব্বার, এহছান উল্লাহ মানিক, আছমা খানম, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, সাজ্জাদ কামরুল হোসেনসহ বিপুল সংখ্যক আইনজীবী। সভা থেকে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।











