জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

২১ পদের বিপরীতে প্রার্থী ৪৫, ভোটার ৫৬১৯

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ রোববার। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল চারটায় শেষ হবে ভোটগ্রহণ কার্যক্রম। এরপর ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ২১ টি পদের বিপরীতে প্রার্থী ৪৫ জন। ভোটার সংখ্যা ৫ হাজার ৬১৯ জন। ৪৫ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনজন। তারা হলেন সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক পদে সুচিত্রা লালা মুন্নী ও সদস্য পদে নাসিমুল আবেদীন চৌধুরী রায়হান। বাকী ৪২ প্রার্থীর মধ্যে ২১ জন করে আওয়ামীপন্থী সমন্বয় পরিষদ ও বিএনপিপন্থী ঐক্য পরিষদের প্রার্থী। সমন্বয় পরিষদের ২১ প্রার্থীর মধ্যে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম ও সাধারণ সম্পাদক পদে লড়বেন মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ। ঐক্য পরিষদের ২১ প্রার্থীর মধ্যে সভাপতি পদে মো. নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপিন্থী ঐক্য পরিষদের মনোনীত সভাপতি পদের প্রার্থী মো. নাজিম উদ্দিন চৌধুরী ও আওয়ামীপন্থী সমন্বয় পরিষদের মনোনীত সাধারণ সম্পাদক পদের প্রার্থী মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ আজাদীকে জানিয়েছেন, ভোটাররা ভোট দিতে প্রস্তুত রয়েছেন। জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। প্রধান নির্বাচন কমিশনার ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকারের ধাক্কা, সাইকেল আরোহী কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধএবার বঙ্গবন্ধু টানেলে একসাথে ৫টি কার ও মাইক্রোর দুর্ঘটনা