জেমিসন হাসপাতালকে আস্থার স্থল হিসেবে গড়ে তোলা হবে

মতবিনিময় সভায় পেয়ারুল ইসলাম

| বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের ডাক্তারদের সাথে গতকাল বুধবার মতবিনিময় করেন। মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডাক্তারি পেশায় নিয়োজিত হয়ে আপনারা প্রসূতি মায়েদের সব সময় সেবা দিয়ে যাচ্ছেন।

এ হাসপাতালে কিছু সীমাবদ্ধতা ও জটিলতা রয়েছে। পাশাপাশি সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা এগিয়ে যাবো। তিনি আরো বলেন, চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য ইসিজি, এক্সরে মেশিন সেবার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের হাসপাতালের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির খবর সবার কাছে পৌঁছে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট সেক্রেটারী মো. আসলাম খান, শাহাদাত হোসেন রোমেল, মো. মোস্তাফিজুর রহমান, আব্দুল মান্নান, আশরাফ উদ্দৌলা সুজন, রফিকুর কাদের, ডা. মো. মিজবাহ উদ্দীন, ডা. নাজ সোহানী সুলতানা, ডা. তাসীন চৌধুরী, ডা. বেলাল উদ্দিন, ডা. শারমীন শরীফ, ডা. মুক্তা চৌধুরী, ডা. বিউটি পাল, ডা. উম্মে শাহীন, ডা. শিরীন আক্তার, ডা. শেখ শানজানা, ডা.প্রিয়াঙ্কা চৌধুরী, ডা. শাহরীন নেওয়াজ খান, ডা. নিপা দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০ ফেব্রুয়ারির মধ্যে নামফলক বাংলায় করার দাবি
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা