বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ১১তম ব্যাচ, জুনিয়র মিডওয়াইফারি কোর্সের ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান এবং একই কোর্সের ১৪তম ব্যাচের নবীন বরণ ও শিরাবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ইনস্টিটিউটের উদ্যোগে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ব্যবস্থাপনা কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, ভাইস চেয়ারম্যান জাহিদুল করিম কচি, এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন গোলাম বাকী মাসুদ, আশরাফ উদ্দৌল্লা সুজন, কৃষ্ণ দাশসহ অতিথিবৃন্দ।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনের সাফল্য কামনা এবং নবীন শিক্ষার্থীদের আন্তরিক স্বাগত জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নার্সিং পেশাকে ইবাদতের মতো জেনে আগামী দিনে সেবার মানসিকতায় উদ্দীপ্ত হয়ে সকলে পথ চলবে বিদায়ী ছাত্রীদের নিকট সকলে এটা প্রত্যাশা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











