‘নো টাইম টু ডাই’ জেমস বন্ডের নতুন ছবির মুক্তির তারিখ পিছিয়ে নেওয়া হল অক্টোবর মাসে। করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতি পুষিয়ে নিতে গণনার মধ্যে থাকা জেমস বন্ডের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তির তারিখ এপ্রিল থেকে পিছিয়ে নেওয়া হল অক্টোবর মাসে। বৃহস্পতিবার ছবির প্রযোজনা সংস্থা এই ঘোষণা দেয়। খবর বিডিনিউজের।
জেমস বন্ডের ওয়েবসাইট ও টুইটারে দেওয়া এই ঘোষণা অনুসারে রয়টার্স জানায়, ছবির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ অক্টোবর।