জেমস ওয়েব টেলিস্কোপে বিস্ময় জাগানো কার্টহুইল গ্যালাক্সি

| শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

মহাকাশের অবিশ্বাস্য কিছু ছবি এরমধ্যেই তুলে এনেছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। এর ধারাবাহিকতায় এবার ‘কার্টহুইল গ্যালাক্সির’ স্পষ্ট ও রঙিন স্থিরচিত্র ধারণ করতে সফল হয়েছে এই সুবিশাল টেলিস্কোপটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। সমপ্রতি কার্টহুইলের ছবি শেয়ার করেছে জেমস ওয়েব টেলিস্কোপ। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে মার্কিন স্পেস এজেন্সি নাসা। দীর্ঘ সময় এবং বিপুল পরিমাণ ধূলিকণার মধ্যে দিয়ে অতিক্রম করে তবেই এই দুর্দান্ত ছবি ধারণ করতে সক্ষম হয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। জানা গেছে, পৃথিবী থেকে প্রায় ৫০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে স্কাপ্টর নক্ষত্রপুঞ্জে কার্টহুইল গ্যালাক্সির অবস্থান।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.৩০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধএকই সঙ্গে প্লেন ওড়ালেন পাইলট মা-মেয়ে, মুগ্ধ নেট দুনিয়া