প্রিয় তারকার জন্য ভক্তরা পাগলামি করেই থাকেন। এবার দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের দেখা না পেয়ে অঝোরে কাঁদলেন এক ভক্ত। সমপ্রতি এমনই ঘটনার ভিডিও ভাইরাল। গত শুক্রবার আইসিসিবির ৪ নম্বর হলে ‘দ্য স্কুল অব রক কনসার্ট’ শিরোনামে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করেন ইটিসি ইভেন্টস ও উইজার্ড। আর সেখানেই খোঁজ মিলেছে এমন ভক্তের।
জানা গেছে, শুধুমাত্র গুরুর সঙ্গে দেখা করার জন্য দিনাজপুর থেকে কনসার্টে আসেন ভক্ত। শুধু তাই নয়, জেমসকে উপহার দেওয়ার জন্য তার একটি ছবিও ফ্রেম করে এনেছেন তিনি। সেটিই বুকে জড়িয়ে অঝোরে চোখের পানি ফেলেন প্রিয় তারকাকে এক পলক দেখবেন বলে।
ভক্ত বলেন, আমি ভেতরে প্রবেশ করার জন্য অনেকবার চেষ্টা করেছি। কিন্তু প্রচন্ড ভিড় এবং ধাক্কাধাক্কির কারণে ব্যর্থ হয়েছি। পাশাপাশি কান্নারত অবস্থায় জেমসকে ভালোবাসা এবং দিনাজপুরে যাওয়ার দাওয়াত দেন তিনি। কনসার্টটিতে গান পরিবেশন করেন সংগীতায়োজক এ কে রাহুল, প্লাসমিক নক, আফটারম্যাথ, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, অ্যাভয়েড রাফা ও ওয়ারফেজ। সবশেষে গান গেয়ে রীতিমতো ঝড় তোলেন জেমস।