বাংলাদেশের সংগীত তারকা ফারুক মাহফুজ আনাম জেমসের গানে মুগ্ধতার কথা জানালেন বলিউডের তরুণ অভিনেতা বরুন ধাওয়ান। ‘আপনার প্িরয় গান কী?’- ভক্তের এমন প্রশ্নের জবাবে একমাত্র গান হিসেবে জেমসের ‘ভিগি ভিগি’র কথা জানিয়েছেন বরুন; রোববার প্রশ্নোত্তর পর্বটি তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেছেন এ বলিউড অভিনেতা। খবর বিডিনিউজের।
২০০৬ সালে মুক্তি প্রাপ্ত বলিউডের চলচ্চিত্র ‘গ্যাংস্টার’ এ গান গেয়েছেন জেমস; গানটি প্রকাশের পর ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছিল। পশ্চিমবঙ্গের ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’র সুর এ গানে ব্যবহার করেছেন সুরকার প্রীতম চক্রবর্তী। ‘ভিগি ভিগি’ লিখেছেন গীতিকার মায়ুর পুরী। অনুরাগ বসু নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ইমরান হাশমি, কঙ্গনা রানাউতসহ আরও অনেকে। এরপর বেশ কয়েকটি হিন্দি গানে পাওয়া গেছে জেমসকে; যার বেশিরভাগই প্রীতমের সুরে। তবে পরবর্তীতে তাকে বলিউডের গানে নিয়মিত দেখা যায়নি। ২০১২ সালে করন জোহরের পরিচালনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় বরুন ধাওয়ানের। বদলাপুর, অক্টোবর, সুই ধাগাসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে দেখা গেছে তাকে। ২০২০ সালে মুক্তি পেয়েছে বরুনের ‘কুলি নাম্বার ওয়ান’।