জেব্রা ক্রসিং-এর গুরুত্ব বৃদ্ধি করা হোক

| বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বর্তমানে সড়ক দুর্ঘটনা একটি গুরুতর সমস্যা, যা প্রতিদিন অসংখ্য প্রাণহানি ও ক্ষতির কারণ হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধের অন্যতম কার্যকর উপায় হলো জেব্রা ক্রসিংয়ের গুরুত্ব বৃদ্ধি। জেব্রা ক্রসিং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এটি মূলত রাস্তার নির্দিষ্ট স্থানে সাদা ও কালো ডোরা কাটা চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, যা চালকদের জন্য সংকেত হিসেবে কাজ করে যে এখানে পথচারীরা রাস্তা পার হবে। যদিও শহরে অনেক জেব্রা ক্রসিং রয়েছে, তবুও চালক ও পথচারীদের অসচেতনতার কারণে এটি কার্যকরভাবে ব্যবহার করা হয় না। চালক ও পথচারী উভয়ের সচেতন ব্যবহার এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে এটি কার্যকরভাবে ব্যবহার করতে সহায়তা করবে। তবে এটি রাস্তার পরিকল্পনা ও অবকাঠামো উন্নত করে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে, এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর করলে জেব্রা ক্রসিংয়ের গুরুত্ব বাস্তবায়ন করা সম্ভব হবে। এর ফলে সড়ক দুর্ঘটনা কমবে এবং ট্রাফিক ব্যবস্থা আরও নিরাপদ হবে।

রনি মুহুরী

শিক্ষার্থী,

সরকারি সিটি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধসমরেশ বসু : অন্যতম সেরা ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধকেউ কারো নয়