সন্দ্বীপের জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব চালু করা হবে।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন নাথের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন ও মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম। প্রেস বিজ্ঞপ্তি।