জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ অনেক উদ্যোগ নিয়েছে

প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় কমিশনার

| বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান বলেছেন, যৌন হয়রানি একটি অমার্জনীয় অপরাধ। যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা সমাজের প্রতিটি মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ এবং মানবাধিকার লঙ্ঘনের চরম রূপ। জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ বহু উদ্যোগ গ্রহণ করেছে। গত মঙ্গলবার নগরীর রয়েল রোডের সিনেমা প্যালেস সংলগ্ন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জেন্ডার ভিত্তিক সহিংসতার প্রতি স্বাস্থ্যখাতের প্রতিক্রিয়া’ বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ইকোনমিকস ইউনিট কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় বিভাগের বিভিন্ন হাসপাতাল,স্বাস্থ্য কমপ্লেঙের আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, পুলিশ কর্মকর্তা, নার্স, মিডওয়াইফ ও স্বাস্থ্যসেবা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশ নেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ইকোনমিকস ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও লাইন ডাইরেক্টর ড. মো. এনামুল হকের সভাপতিত্বে এবং জিএনএসপি ইউনিটের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. ফাহমিদা নার্গিসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (অ্যাসেট) ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন,পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক গোলাম মো. আজম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। কর্মশালায় বিভিন্ন পর্বে অংশ নেন ডা. এজিএম মাশুকুর রহমান, ডা. মো. সাইদুর রহমান খান, ডা. মো. শওকত হোসেন খান, ডা. নুর রিফাত আরা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধফুটপাত দখল করে ব্যবসা বোয়ালখালীতে ৪ জনকে জরিমানা