চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে ব্যবহারের জন্য লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে পিপিই, এন-৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস, ফেইস সিল্ড ও হ্যান্ড সেনিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির উপস্থিতিতে জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষে এসব সামগ্রী প্রদান করেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এই সময় দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কোভিড-১৯ রিলিফ কমিটির চেয়ারম্যান লায়ন জাফরুল্লাহ চৌধুরী, সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মো. শওকত আলী চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন-১ লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, জোন চেয়ারপার্সন লায়ন মো. হোসেন রানা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।