করোনার চিকিৎসায় আন্দরকিল্লা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য নতুন আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, করোনাকালীন দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্ণধাররাও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাতেই বোঝা যায় এই হাসপাতাল করোনা চিকিৎসায় সবার আস্থা অর্জন করতে পেরেছে। শিক্ষা উপমন্ত্রী বলেন, একটি শহর বেসরকারি চিকিৎসা ব্যবস্থার ওপর গড়ে উঠে না। সরকারি চিকিৎসা সেবা বাড়াতে জেনারেল হাসপাতালে আরও সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এখানে আরও ৫০০ শয্যার একটি ইউনিট তৈরির ব্যবস্থা নেওয়া হবে, যাতে এই হাসপাতালে এক হাজার শয্যার হয়।
নওফেল বলেন, করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চট্টগ্রাম শতভাগ প্রস্তুত। করোনাকালীন চিকিৎসা ব্যবস্থার বিষয়গুলো প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন। প্রথম থেকেই চট্টগ্রামের করোনা রোগীদের চিকিৎসায় জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। কোভিড পরিস্থিতি নিয়ে বিশেষ ডকুমেন্টারি উপস্থাপন করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আব্দুর রব। উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আসফাক আহমেদ, ডা. আবুল হোসেন, ডা. আব্দুল জলিল, ডা. অজয় দাশ, ডা. হামিদ উল্লাহ এবং আবাসিক মেডিকেল অফিসার তানজিম ইসলাম প্রমুখ।












