জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে ‘কানেক্ট দ্য ডটস’ ফাউন্ডেশন। গতকাল শনিবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির কাছে সরঞ্জামাদি হস্তান্তর করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন এবং ট্রাস্টি সহকারী অধ্যাপক ডা. তৌহিদুর রহমান। উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, ডা. মোমেন এবং ডা. জামাল মোস্তাফা। উল্লেখ্য, কানেক্ট দ্য ডটস সারাদেশে জরুরি ওষুধ সরবরাহ, অক্সিজেন সিলিন্ডার ব্যাংক তৈরি করে বিনামূল্যে করোনা রোগীদের সরবরাহ করে থাকে। পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘ মেয়াদী বৃত্তি, নিম্ন মধ্যবিত্তদের জন্য খাবারসহ নানা সেবামূলক কাজ করছে ফাউন্ডেশনটি। প্রেস বিজ্ঞপ্তি।